অদ্য ১১ এপ্রিল রোজ মঈলবার
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় ২০২২-২৩ অর্থ বছরে ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলোজি প্রোগ্রাম (এনএটিপি-২ প্রকল্প) এর আওতায় সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। উপজেলা অডিটোরিয়াম হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত কংগ্রেস অনুষ্ঠানের প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক জনাব আবুল কালাম আজাদ, বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা পরিষদের সন্মানিত চেয়াম্যান বীর মুক্তিযোধ্যা জনাব আবুল কালাম আজাদ ,উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান জনাব মনিরুজ্জামান মনির, বালিয়াকান্দি উপজেলার কৃষি সম্প্রসারন অফিসার কৃষিবিদ জনাব হাসানুজ্জামান, সহকারী কৃষি সম্প্রসারন অফিসার জনাব দিলিপ কুমার দাস, উদ্ভিদ সংরক্ষন অফিসার জনাব আরিফুর রহমান, উন্নয়ন শাখায় কর্ম রত উপসহকারী কৃষি অফিসার জনাব রোজিনা আক্তারী, সংশ্লিষ্ট ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসার ও বিভিন্ন দৈনিক পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীসহ স্থানীয় ব্যক্তিবর্গ ।
উক্ত সিআইজি কংগ্রেস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র উপজেলার সন্মানিত কৃষি অফিসার কৃষিবিদ জনাব, মোঃ রফিকুল ইসলাম। তিনি এনএটিপি-২ প্রকল্পের আওতায় ৭০ টি সিআইজি থেকে আগত ১৫০ জন কৃষকদের আভিব্যাক্তির কথা শোনেন এবং বিভিন্ন সমস্যা সমাধানের উপর বিষদ আলোচনা করেন এবং সাথে সাথে তিনি উক্ত সিআইজির উওররোওর সফলতা কামনা করেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS